More
    Homeপশ্চিমবঙ্গ'অফিসার ওএসডি পদে নিয়োগ নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন মহুয়া মৈত্র': টুইট...

    ‘অফিসার ওএসডি পদে নিয়োগ নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন মহুয়া মৈত্র’: টুইট করলেন রাজ্যপাল

    রবিবার রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। তোপ দেগে বলেছিলেন, ‘আঙ্কেলজি আপনি গেলেই রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতির উন্নতি হবে’। কারণ তিনি নাকি তাঁর পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের ওএসডি–সহ নানা পদে রাজভবনে বসিয়েছেন। সেখানে সংসার পেতে ফেলেছেন। এবার প্রত্যাশা মতোই এই অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।সোমবার সকাল থেকেই নজর ছিল রাজ্যপালের টুইটার হ্যান্ডেলেই। সকাল ৯.৩৭ মিনিটে মহুয়া মৈত্রকে জবাব দেন রাজ্যপাল। ঠিক কী লিখলেন তিনি?‌ টুইটে তিনি লিখলেন, ‘সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন মহুয়া মৈত্র। অফিসার অন স্পেশাল ডিউটির পদে নিয়োগ নিয়ে মহুয়া মৈত্র যে তথ্য দিচ্ছেন, তা সম্পূর্ণ সঠিক নয়। যে ৬ জনের দিকে আঙুল তোলা হচ্ছে, তাঁদের সম্পর্ক নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তা মিথ্যা। তাঁদের কেউই একই পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ আত্মীয় নন। এমনকী আমার জাতের কেউ নন।’‌ রাজ্যপালের এই দাবি মিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ কে সঠিক বলছেন?‌ তা নিয়ে প্রশ্ন উঠছে।

    এদিন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। তার আগে মহুয়ার টুইট বিড়ম্বনা বাড়িয়েছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তাঁর দাবি, এই ওএসডি–রা তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা। ৬ জন ওএসডি একই পরিবারের নন। তাঁদের চারজন তাঁর নিজের জেলার কিংবা জনজাতিরও নন। আর মহুয়ার টুইট ছিল, ‘‌রাজভবনের গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদেরই নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।’‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments