More
    Homeকলকাতাঅবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    Today Kolkata:- অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম, টালিগঞ্জ থেকে গ্রেফতার করলো পুলিশ। গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে গ্রেফতার করলো পুলিশ। 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করল ডামমন্ড হারবার জেলা পুলিশ। উল্লেখ্য গত শনিবার মগরাহাটের মাগুর পুকুর এক সিভিক ভলেন্টিয়ার ও তার বন্ধুকে গুলি করে পরে কুপিয়ে খুন করার অভিযোগ অভিযোগ এই জানে আলমের বিরুদ্ধে। তারই সন্ধানে অবশেষে টালিগঞ্জ থেকে গ্রেফতার করলো পুলিশ।অভিযুক্ত তার প্রভাব বিস্তার জানে আলম বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজের সঙ্গে জড়িত। ১০ বছর আগে এলাকায় বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা করেছিল বলে অভিযোগ। এলাকায় অভিযুক্ত জানে আলমের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল বলে স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে।

    দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল জানে আলম। সম্প্রতি পশুর হাড় থেকে জৈব সার তৈরির ব্যবসা শুরু করেছিল সে। এর আগে নির্মাণ সামগ্রীর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল। উল্লেখ্য, অতীতে যাদের চাকরি দেওয়ার নাম করে প্রতারিত করার অভিযোগ উঠেছিল, তারা বিক্ষোভও দেখিয়েছিল। মগরাপুকুর এলাকায় যে গোডাউন থেকে শনিবার দুই জনের দেহ উদ্ধার হয়েছে, ওই গোডাউনের বাইরেই বিক্ষোভ দেখিয়েছিল প্রতারিতরা। এর পাশাপাশি জানে আলম মোল্লার ভুয়ো এয়ারলাইন্সও ছিল বলে জানা গিয়েছে, বিভিন্ন প্রোডাক্টের ভুয়ো কোম্পানি চালাত সে। নিজস্ব একটি টেলিভিশন নেটওয়ার্কও ছিল। অভিযোগ এই সব কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে যুবকদের কাছ থেকে টাকা তুলত জানে আলম।

    অবশেষে গ্রেপ্তার মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানে আলম।

    MORE NEWS – জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    করণদিঘী:- আজ ১০ই এপ্রিল জাতীয় জরীপ দিবস। করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সার্ভেয়ার (আমিন) এসোসিয়েশন এর সভা অনুষ্ঠিত হলো করণদিঘীর বালিকা বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে‌। উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১৫৫ জন জরিপ বা আমিন রয়েছে। তার মধ্যে ১৪০ জনেরও বেশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমিন এসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরবিন্দ সরকার, সম্পাদক অরুন শীল, CONTINUE READING

    বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বালুরঘাট পৌরসভা।

    বেহাল রাস্তা মেরামতির প্রতিবাদে রাস্তা অবরোধে গ্রামবাসীরা।

    সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments