More
    Homeজাতীয়অবশেষে সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম, বড় পদক্ষেপ কেন্দ্রের!

    অবশেষে সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম, বড় পদক্ষেপ কেন্দ্রের!

    অবশেষে সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আমদানি শুল্ক কমানো হয়েছে (Edible Oils to Become Cheaper)। উত্‍সবের মরশুমে ক্রেতারা যাতে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা পান, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র।

    অবশেষে সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম, বড় পদক্ষেপ কেন্দ্রের!

    Read More-সুরার ইতিহাস থেকে প্রাচীন সুরাপাত্র, দেশের প্রথম ‘অ্যালকোহল মিউজিয়াম’ চালু হল গোয়াতে

    রান্নার তেল (Edible Oils)তৈরিতে করতে যে অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেল আমদানি করা হয়, তার উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এর পাশাপাশি ভোজ্য তেলের দাম কমাতে অন্যান্য শুল্কও কমিয়েছে কেন্দ্র।

    অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেলের উপরে আমদানি শুল্ক আড়াই শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত পাম তেলের উপরে কৃষি সেস ২০ শতাংশ থেকে কমিয়ে সাড় ৭ শতাংশ করা হয়েছে। সয়াবিন এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।

    Read More-অপেক্ষার অবসান! সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়

    এর পাশাপাশি পাম তেল, রিফাইন্ড সয়াবিন এবং সূর্যমুখী তেলের উপরে মূল শুল্ক ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৭.৫ শতাংশ করা হয়েছে। ১৪ অক্টোবর, ২০২১ থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নতুন এই শুল্ক হার কার্যকর থাকবে।

    যে রাজ্যগুলিতে সবথেকে বেশি তেল উত্‍পাদন হয় যেমন রাজস্থন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে ভোজ্য তেলের দাম কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    Read More-Weather: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি অতি ভারী বৃষ্টি! কেমন যাবে লক্ষ্মীপুজো?

    যে রাজ্যগুলিতে সবথেকে বেশি তেল উত্‍পাদন হয় যেমন রাজস্থন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে ভোজ্য তেলের দাম কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    Dailyhunt
    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments