More
    HomeUncategorizedঅবসাদ কেবল শহরের লোকেদেরই হয়! এ কী বললেন নওয়াজ 

    অবসাদ কেবল শহরের লোকেদেরই হয়! এ কী বললেন নওয়াজ 

     

    অবসাদ এখন গোটা বিশ্বের সমস্যার মধ্যে অন্যতম। এবং সকলেই তা এক বাক্যে স্বীকারও করেন। তবে ওখানে যা নাওয়াজদ্দিন সিদ্দিকী এই ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেন। তার মতে অবসর ধারণাটা শহরকেন্দ্রিক।

     

    নাওয়াজ এর মতে অর্থবানদের ঘরেই জন্ম হয় এই ব্যাধির। তার দাবি অবসাদ আসে প্রাচুর্য থেকে। কোন সরল জীবনে এই অবসাদের চিহ্ন থাকে না। সুবিধাভোগী নন এমন মানুষদের কাছে এই শব্দের কোনো অর্থ নেই। মুজাফফারনগর জেলার ছোট্ট শহর বোধানাতে জন্ম নেন নাওয়াজ।

     

    নাওয়াজের মতে গ্রামের লোকজনের কাছে অবসাদ শব্দটা এতটাই অচেনা যে কেউ তার বাবাকে সে অবসাদে ভুগছে বললে, তার বাবা তাকে চড় মেরে দেবে। তিনি বলেন তিনি যে জায়গা থেকে এসেছেন সেখানে এমনই হত। গ্রামে কেউ কখনো আবসাদে সাথে ভোগে না। সবাই সুখী থাকে সেখানে। তিনি অবসাদ বাইপোলার এসব শব্দ শহরে এসে শিখেছেন বলেই দাবি করেন।

     

    অভিনেতার মতে সাধারণ মানুষ অর্থাৎ যারা সুবিধা ভগী নন তারা এসব জানেন না। নাওয়াজের মতে টাকা পয়সা হাতে এলেই অবসাদের মতো সমস্যা গ্রাস করতে শুরু করে। আগামী দিনে ‘জোগিরা সা রা রা’-র মত রোমান্টিক কমেডি মুভিতে দেখা মিলবে নাওয়জের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments