More
    Homeরাজনৈতিকঅসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড ৪...

    অসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড ৪ জন অফিসার

    অসমের করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায় সাসপেন্ড ৪ জন অফিসার। এদিন নির্বাচন কমিশন সূত্রে একথা জানানো হয়েছে। এছাড়াও অসমের ওই বুথে ফের একবার নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন।

    এর আগে , অসমের করিগঞ্জে প্রবল সংঘর্ষ দানা বাঁধে বিজেপি প্রার্থী তথা বিধায়কের গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনায়। কমিশনের এমন পদক্ষেপ ক্ষুব্ধ বিরোধীরা তোলপাড় শুরু করে। সরব হয় কংগ্রেস। একটি মহিন্দ্রা বলোরো গাড়ির মধ্যে ইভিএম মেশিনগুলি পাওয়া যায়। জানা গিয়েছে বিজেপি প্রার্থীর আত্মীয়র নামে এই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। প্রশ্ন ওঠে সেই গাড়ি কেন ব্যবহার করছে কমিশন?

    এরপরই জানা যায়, গাড়িটি যে বিজেপি নেতা সম্পর্কিত,তা জানা ছিলনা পোলিং অফিসারদের। এদিকে, খবর, অসমের রাতাবাড়ির এমভি স্কুল কেন্দ্র থেকে পোলিং পার্টি স্ট্রং রুমের দিকে এই গাড়ি চড়ে যায়। ইলেকশন অফিসিয়ালদের সঙ্গে তাঁদের যোগাযোগ সেই সময় ছিল না বলে জানা যাচ্ছে। এদিকে, কেন এই যোগযোগ স্থাপন করা যায়নি, তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments