More
    Homeজাতীয়অসমের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, আগামিকাল (সোমবার) শপথগ্রহণ

    অসমের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, আগামিকাল (সোমবার) শপথগ্রহণ

    কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? অসমজুড়ে এটাই ছিল লাখ টাকার প্রশ্ন। শেষ ল্যাপে জয়ী হিমন্ত বিশ্বশর্মা। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে অসমের মসনদের রাশ গেল হিমন্তের হাতেই। রবিবার সকালেই অসমের মুখ্যমন্ত্রী পদ থেকে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে সর্বানন্দ সোনেওয়ালের ইস্তফাপত্র জমা পড়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল অসমের ভাবী মুখ্যমন্ত্রীর নাম। বিধায়কদের নিয়মরক্ষার বৈঠকেই গেরুয়া শিবির হাইকম্যান্ডের অুমোদিত হিমন্ত বিশ্বশর্মার নামেই পড়ল অসমের মুখ্যমন্ত্রীর শিলমোহর। আগামীকাল শপথ নেবেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন হিমন্ত। যিনি ২০০১ সাল থেকে কংগ্রেসের তরুণ গগৈয়ের সরকারে টানা তিনবার মন্ত্রী ছিলেন। তারইমধ্যে ২০১৬ সালে অসমে প্রথমবার বিজেপি সরকার গঠনের ক্ষেত্রেও তাঁর অনস্বীকার্য ভূমিকা ছিল। তারপর থেকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির ‘ক্রাইসিস ম্যানেজার’ হয়ে উঠেছেন। নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (নেডা) আহ্বায়ক হেসেবে অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরা সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে একটি অংশের তরফে যথেষ্ট সমালোচনার মুখেও পড়েছেন।

    তা সত্ত্বেও যথেষ্ট জনপ্রিয় হিমন্ত। সূত্রের খবর, কমপক্ষে ৪০ জন নব-নির্বাচিত বিধায়কের সমর্থন আছে হিমন্তের পক্ষে। সেই কারণেই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments