More
    Homeরাজনৈতিকআইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই

    আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই

    শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে জেরা করার জন্য ডাকা হয়েছে। পার্থবাবুকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের নোটিস পাঠানোর খবর যখন চাউড় হয়েছে, তখন পার্থ চট্টোপাধ্যায় মুখে কালো কাপড় বেঁধে তৃণমূলের মিছিলে হাঁটছিলেন। সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে পার্থবাবু বলেন, ‘আমি শিল্প মন্ত্রী হিসাবে যেখানে যেখানে যাওয়ার সেখানে গিয়েছিলাম। তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি?’ বাংলায় চিটফান্ড সংস্থাগুলির যখন রমরমা চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে তাঁকে শিল্প দফতর থেকে সরিয়ে শিক্ষা দফতরের দায়িত্ব দেব মমতা।২০১৪ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলায় তদন্ত শুরু করেছিল সিবিআই। পরবর্তী কালে সিবিআই বিভিন্ন সময়ে সর্বোচ্চ আদালতে শুনানির সময়ে জানিয়েছে, মানুষের টাকা লুঠ করার এই সঙ্ঘবদ্ধ কেলেঙ্কারির সঙ্গে বাংলার অনেক প্রভাবশালী জড়িয়ে রয়েছে। সন্দেহের তালিকায় কারা রয়েছে তাও ঘরোয়া আলোচনায় বারবার জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments