More
    Homeখেলাআইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বল নিয়ে বড় নিয়ম বদল...

    আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বল নিয়ে বড় নিয়ম বদল BCCI-এর

    আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বড়সড় নিয়ম বদল করল বিসিসিআই। যার ফলে আমিরশাহিতে বাড়তি সুবিধা পেতে চলেছেন ব্যাটসম্যানরা। বোলারদের তুলনায় সমস্যায় পড়তে হবে এমন নিয়ম বদলের ফলে।

    আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বল নিয়ে বড় নিয়ম বদল BCCI-এর

    Read More-ছবি বিকৃত করে অশ্লীল ভিডিও পাঠিয়ে চিকিত্‍সককে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ২

    কী নিয়ম বদল: এবার আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধে ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে বল গ্যালারিতে পাঠালেই বদলে দেওয়া হবে সেই বলটি। পরিবর্তে খেলা শুরু হবে নতুন বলে। পুরনো বলটি গ্যালারি থেকে নিয়ে এসে জীবানুমুক্ত করার পর সেটিকে রেখে দেওয়া হবে সংগ্রহে, যা অন্য কোনও সময়ে ব্যবহার করা যেতে পারে।

    আইপিএল ২০২০-র নিয়ম ছিল: এর আগে আইপিএল ২০২০-র সময় আমিরশাহিতে বল গ্যালারিতে গেলে তা তত্ক্ষণাৎ মাঠে ফেরানো হতো এবং আম্পায়ার বল জীবানুমুক্ত করে তা বোলারের হাতে তুলে দিতেন।

    কেন নিয়ম বদল: আসলে এবার আমিরশাহি ক্রিকেট বোর্ড ও বিসিসিআই স্টেডিয়ামে দর্শক ফেরাতে চলেছে। সুতরাং, গ্যালারিতে বল গেলে তা দর্শকদের নাগালে পৌঁছে যেতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত।

    এমন নিয়ম বদল কাদের বাড়তি সুবিধা দেবে: বল নিয়ে বিসিসিআইয়ের এমন নিয়ম বদল ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দিতে পারে। কেননা নতুন বল তুলনায় শক্ত হয়, যা ব্যাটে এলে শট খেলতে সুবিধা হয়। তাছাড়া আমিরশাহির পিচে স্পিনাররা সুবিধা পেলেও বারবার নতুন বলে বল করাটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments