More
    Homeজাতীয়আগামীকাল বিশ্ব জলদিবস উপলক্ষে জল শক্তি বাঁচাতে 'বৃষ্টি ধরো 'প্রকল্পের সূচনা করবেন...

    আগামীকাল বিশ্ব জলদিবস উপলক্ষে জল শক্তি বাঁচাতে ‘বৃষ্টি ধরো ‘প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আগামীকাল বিশ্ব জলদিবস উপলক্ষে জল শক্তি বাঁচাতে ‘বৃষ্টি ধরো ‘প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক দশক ধরে চলা রাজ্যের আরও একটি ‘মডেল প্রকল্প’ ‘জল ধরো জল ভরো’র ধাঁচে এ বার জাতীয় স্তরে বৃষ্টির জল ধরার প্রকল্প শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুন্দেলখন্ডে এবার সেচ ও পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে উত্তরপ্রদেশের কেন নদীর সঙ্গে মধ্যপ্রদেশের বেতওয়া নদীর মধ্যে সংযোগ ঘটানোর ক্ষেত্রে এক চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বৃষ্টির জল ধরে রাখার আন্দোলনকে জনআন্দোলনে পরিণত করবে কেন্দ্রীয় সরকার। ২২ মার্চ থেকে ৩০ নভেম্বর, অর্থাত্‍ প্রাক-বর্ষাকাল ও গোটা বর্ষাকাল জুড়ে সারা দেশে গ্রাম-শহরে চলবে এই অভিযান। পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকেই চালু রয়েছে ‘জল ধরো জল ভরো’ প্রকল্প। বৃষ্টির জল ধরে ও জলের উত্‍সগুলি সংরক্ষণের মাধ্যমে কৃষি ও পশুপালনে তা ব্যবহার করা ও পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে এক দশকে প্রায় তিন লাখ জলাশয় খনন করা হয়েছে রাজ্যে। এটিকে মডেল প্রকল্প হিসেবে ধরা হয়। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলশপথ করেই তারপর ভিন্ন নামে গোটা দেশবাসীর জন্যই এই প্রকল্প উদ্বোধন করবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments