More
    Homeজাতীয়আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুককে সম্পূর্ণ ভার্চুয়াল করার লক্ষ্যে মার্ক জুকারবার্গ

    আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুককে সম্পূর্ণ ভার্চুয়াল করার লক্ষ্যে মার্ক জুকারবার্গ

    মার্ক জুকারবার্গ আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুককে সম্পূর্ণ ভার্চুয়াল জগতে পরিণত করতে চান। বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এখন তাঁর কোম্পানিকে এক নতুন পরিচয় দিতে চান। সাম্প্রতিক এক সাক্ষাত্‍কারে তিনি বলেন যে, আগামী পাঁচ বছরে তিনি চাইবেন মানুষ ফেসবুককে সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে নয়, বরং ‘মেটাভার্স’ কোম্পানি হিসেবে চিনুক। জুকারবার্গের এই সাক্ষাত্‍কারের পর, ‘মেটাভার্স’ শব্দটি এখন ঘোরাফেরা করছে মানুষের মুখে মুখে। কিন্তু অনেকেই এটি সম্পর্কে জানেন না।

    ‘মেটাভার্স’ বিষয়টি ঠিক কী? এ ব্যাপারে বিশদে বলেন জুকারবার্গ। মেটাভার্স শব্দটি ‘মেটা'(মহা),এবং ইউনিভার্স (বিশ্ব) অর্থাত্‍ মেটাভার্স শব্দটির প্রকৃত অর্থ ‘মহাবিশ্ব’। কী থাকবে সেই মহাবিশ্বে? জুকারবার্গ বলেন, এটি হল এক ভার্চুয়াল জগত্‍ যেখানে মানুষের চিন্তা ভাবনা, কাজকর্ম, সবটাই সে করতে পারবে এই ভার্চুয়াল জগতের মধ্যে। প্রসঙ্গত করোনা মহামারী এবং ‘work from home’ এই দুইয়ের যৌথ কনসেপ্টে মানুষ এখন অনেকটাই ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচিত। জুকারবার্গ সেই কনসেপ্টের আরও ব্যাপক বিস্তারের কথা উল্লেখ করেন এই ‘মেটাভার্স’ শব্দের মাধ্যমে। যেখানে মানুষের চিন্তা ভাবনা, কাজকর্ম, কথোপকথন পুরোটাই নিয়ন্ত্রিত হবে এই ভার্চুয়াল জগতের মধ্য দিয়েই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments