More
    Homeপশ্চিমবঙ্গআগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মমতার

    আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মমতার

    ত্রিপুুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগে দিনভর সরগরম ছিল দিল্লির রাজনীতি৷ নর্থ ব্লকে ধর্নার পর বিকেলে অমিত শাহের সঙ্গে দেখা করার সুযোগ পান তৃণমূল সাংসদরা৷ তার কিছুক্ষণই পরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Delhi)৷ যদিও দিল্লিতে নেমে সাংবাদিকদের সামনে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী৷ বিমানবন্দর থেকে সরাসরি সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে চলে যান তিনি৷

     

    তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই দু’ জনের মধ্যে বৈঠক হবে (Mamata Modi Meeting)৷ মুখ্যমন্ত্রী কলকাতা ছাড়ার সময়ই জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন৷ ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে৷ তবে আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে তৃণমূলনেত্রীর কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷

    বিশেষত, দুই দলের মধ্যে গত কয়েকমাসে যে ভাবে বিভিন্ন ইস্যুতে তিক্ততা প্রকাশ্যে এসেছে, তাতে সনিয়া-মমতা সাক্ষাতের দিকে তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল৷ জুলাই মাসে শেষবার দিল্লি সফরে এসেও সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এবার সেরকম সম্ভাবনা নেই বলেই তৃণমূল এবং কংগ্রেস সূত্রে খবর৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments