More
    Homeকলকাতাআগামী ২ মাসের জন্য শহরের দুটি অভিজাত হোটেলে মদ বিক্রি ও পরিবেশন...

    আগামী ২ মাসের জন্য শহরের দুটি অভিজাত হোটেলে মদ বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ করে দিল আবগারি দফতর

     

    আগামী ২ মাসের জন্য শহরের দুটি অভিজাত হোটেলে মদ বিক্রি নিষিদ্ধ করে দিল আবগারি দফতর। প্রশাসন সূত্রে খবর, Park Hotel , Hotel Hindustan International(HHI)এর বিরুদ্ধে পদক্ষেপ নিল আবগারি দফতর। নির্দেশ জারি থেকে পরবর্তী ৬০দিন এই দুটি হোটেলে মদ পরিবেশন করা ও মদ বিক্রি করা যাবে না। দফতর সূত্রে খবর মূলত কোভিড বিধি ও আবগারি সংক্রান্ত বিধি অমান্য করার জেরেই এই পদক্ষেপ নিয়েছে দফতর।সম্প্রতি শহরের অভিজাত হোটেল পার্ক হোটেলে রাত পর্যন্ত পার্টি চলছিল বলে পুলিশের কাছে খবর যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ওই হোটেলে অভিযানে নামে। অভিযোগ, অতিমারি পরিস্থিতিতে যাবতীয় বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ওই হোটেলে পার্টি করা হচ্ছিল বলে অভিযোগ। অনেকের মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্বের কোনও ব্যাপারই নেই। হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশানালের বিরুদ্ধেও কোভিড বিধিকে অমান্য করার অভিযোগ। অতিমারি পরিস্থিতিতে রাত পর্যন্ত কেন এভাবে পার্টি করা, মদ খেয়ে হুল্লোড় করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশ পার্ক হোটেলের ওই পার্টি থেকে কোভিড বিধি অমান্য করার অভিযোগে ৩৮জনকে গ্রেফতারও করেছিল। এবার দুটি হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল আবগারি দফতর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments