More
    Homeরাজনৈতিকআগে থেকেই বিজেপিকে সমর্থন করছিলাম, আজ যোগ দিলাম : শিশির অধিকারী

    আগে থেকেই বিজেপিকে সমর্থন করছিলাম, আজ যোগ দিলাম : শিশির অধিকারী

    প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার। আর সেদিন প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনও পক্ষই। একইদিনে বাংলায় সভা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন শিশিরবাবু। বিজেপিতে যোগ দিয়ে সভামঞ্চ থেকেই শিশির অধিকারী বলেন, ‘‌এটা আমার আত্মসম্মানের লড়াই, মেদিনীপুরের সম্মানরক্ষার লড়াই। চিরকাল লড়াই করে গেছি অন্যায়ের বিরুদ্ধে। আগামী দিনেও লড়াই করে যাব’‌। তাঁর আরও সংযোজন, ‘‌নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাঁর ছেলে শুভেন্দু অধিকারী জয়ী হবে। নন্দীগ্রামে শুভেন্দু জিতবেই। নন্দীগ্রামে তাঁর ছেলের জয়ের বিষয়েও ১০০ শতাংশ আশাবাদী তিনি। গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল’‌ আগে থেকেই (শুভেন্দুর বিজেপির যোগদানের পর থেকে) বিজেপিকে সমর্থন করছিলাম। লোকজনকে বলছিলাম। আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। প্রসঙ্গত, অমিত শাহের সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শনিবারই শিশিরবাবুর বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য।

    শিশিরবাবু তাঁকে আশ্বস্ত করেছিলেন, এগরায় অমিত শাহর সভায় হাজির থাকবেন তিনি। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী কয়েক মাস ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন দলবদলের। ঘটনাচক্রে তাঁর মেজো ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশিরবাবুর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অবশেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বিজেপিতে যোগ দিলেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments