More
    Homeজাতীয়আজই 'নেতাজী এক্সপ্রেস' নামে ছুটবে ঐতিহাসিক 'কালকা মেল',পদক্ষেপ রেল মন্ত্রকের

    আজই ‘নেতাজী এক্সপ্রেস’ নামে ছুটবে ঐতিহাসিক ‘কালকা মেল’,পদক্ষেপ রেল মন্ত্রকের

    নেতাজী সুভাষচন্দ্র বোস’কে সম্মান দিয়ে নতুন ট্রেনের নামকরণ করা হল ‘নেতাজী এক্সপ্রেস’। শনিবার নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিনেই নয়া নামে ছুটবে কালকা মেল। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ইতিমধ্যেই ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। হাওড়া-কালকা মেল ট্রেন, যাতে চড়ে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছিলেন ভারত মাতার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বোস। গত মঙ্গলবারই রেল মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার হাওড়া-কালকা মেলের নতুন নামে অনুমোদন দিয়েছে। এবার থেকে ট্রেনটির নতুন নাম হল নেতাজী এক্সপ্রেস।

    রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দেশ মাতৃকার বীর সন্তানকে এ ভাবেই ভারতীয় রেল সম্মান জানালো। দেশের সমস্ত রেল কর্মী ও তাদের পরিবার এই নয়া নামকরণের সিদ্ধান্তে খুশি। হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তনের কারণ? এ নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। ইতিহাস বলছে এই কালকা মেল ধরতেই ১৯৪১ সালে জানুয়ারির মধ্যরাতে এলগিন রোডের বাড়ি থেকে নেতাজী পালিয়ে গিয়েছিলেন। ভারতীয় রেলের অন্যতম ঐতিহাসিক স্টেশন গোমো স্টেশন থেকে তিনি ট্রেন ধরেন। যদিও তখন সেই ট্রেনের নাম কালকা মেল ছিল না। আপ হাওড়া-পেশোয়ার এক্সপ্রেস ছিল। কালকা মেলের নাম অবশ্য এর আগেও বদল হয়েছে। এই ট্রেন যখন প্রথম যাত্রা শুরু করে তার নাম ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments