More
    Homeপশ্চিমবঙ্গআজই ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন

    আজই ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন

    ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। শুক্রবার রাতের দিকে ভারতে পা রাখবেন তিনি। থাকবেন তিনদিন।
    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং জাপান হয়ে এদিন ভারতে পৌঁছবেন অস্টিন। এরপরই তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন লয়েড অস্টিন। জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে দু’জনের মধ্যে। এর মধ্যে যেমন রয়েছে দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত আলোচনা, তেমনই থাকবে পূর্ব এশিয়ায় চীনের ‘দাদাগিরি’ রুখতে কী পদক্ষেপ প্রয়োজন, সেই সংক্রান্ত আলোচনা। শুধু তাই নয়, করোনা মোকাবিলায় একে-অপরকে কীভাবে সাহায্য করবে দু’দেশ? ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কীভাবে শান্তি বজায় রাখা যাবে? এসব বিষয় নিয়েই আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। এছাড়া রাশিয়ার কাছ থেকে ভারতের S-400 ডিফেন্স সিস্টেম কেনা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।
    এছাড়া রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে সাক্ষাত্‍ করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ তিন বাহিনীর প্রধান। তাঁর সফরে দু’দেশের আগামী চার বছরের সম্পর্কের গতিপ্রকৃতি নির্ধারিত হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলী সহযোগী। সেই সম্পর্ককে আরও মজবুত করতে চায় আমেরিকার নবনির্বাচিত বাইডেন প্রশাসন। তাই ভারতে তাদের প্রতিরক্ষা সচিবকে পাঠাচ্ছে হোয়াইট হাউস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments