More
    Homeপশ্চিমবঙ্গআজ কন্যাশ্রী দিবস, সোশাল মিডিয়ায় সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

    আজ কন্যাশ্রী দিবস, সোশাল মিডিয়ায় সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

    আজ, ১৪ই অগাস্ট, কন্যাশ্রী দিবস। কন্যা সন্তানের উন্নতিতে তৈরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের মস্তিষ্কপ্রসূত পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প বর্তমানে দুনিয়াজুড়ে প্রসিদ্ধ। গর্বিত রাজ্য। এ দিনে সোশাল মিডিয়ায় সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

    আজ কন্যাশ্রী দিবস, সোশাল মিডিয়ায় সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

    Read More-দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

    টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলার সব মেয়েদের সাফল্য আজ উদযাপন করব। আমি তাঁদের সাফল্য, আবেগ ও উত্‍সর্গে গর্বিত। কন্যাশ্রীন প্রকল্প লক্ষাধিক তরুণীকে তাঁদের স্বপ্নপূরণে সহায়তা করেছে। একটি জাতি হিসাবে, সবসময় আমাদের নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে।’

    On #KanyashreeDibas, I celebrate the success stories of all our girls in #Bengal . I am proud of their achievements, passion & dedication. Kanyashree Prakalpa helped lakhs of young girls pursue their dreams. As a nation, we must always work towards empowering our women & girls.

    তৃণমূলের অফিসিয়াল ফেসবুকে কন্যাশ্রী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। যেখানে উল্লেখ, ‘কোন চিন্তা ছাড়াই বাংলার লক্ষ লক্ষ মেয়েকে তাদের স্বপ্নকে ছুঁতে সহায়তা করেছে কন্যাশ্রী প্রকল্প! আমরা আমাদের সকল মেয়েদের তাদের সাফল্যের জন্য কন্যাশ্রী দিবসে অভিনন্দন জানাই। এই অনন্য উদ্যোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন এবং এই প্রকল্পের ফলে বহু তরুণীর জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।’

    Kanyashree Prakalpa helped lakhs of girls in #Bengal to chase their dreams without a worry!

    On #KanyashreeDibas, we congratulate all our girls for their achievements. We also thank @MamataOfficial for this unique initiative that has positively impacted so many lives! pic.twitter.com/lbLcjykJMo

    Read More-গভীর রাতে খড়দায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, গ্রেফতার ৫

    পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল প্রকল্পের নাম কন্যাশ্রী। মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই শুরু হয় এই প্রকল্প। টাকার অভাবে গরিব ঘরের মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার যে সমস্যা, তাতে লাগাম টানতে এই প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালে। ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ের বিরুদ্ধে এই প্রকল্প তৈরি হয়। লক্ষ লক্ষ মেয়েরা উপকৃত হয়েছে সরকারি এই প্রকল্পের ফলে। সরকারি অনুদানে মেয়েরা এগিয়ে যাচ্ছে নিজেদের সাফল্যের পথে । এরফলে রাজ্যে পড়ুয়াদের মধ্যে স্কুলছুটের প্রবণতা কমেছে। রাজ্য, দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে বাংলার কন্যাশ্রী প্রকল্প। ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরার শিরোপা পেয়েছে কন্যাশ্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments