More
    Homeপশ্চিমবঙ্গআজ গোয়ায় পা রাখছেন মমতা ব্যানার্জি, রয়েছে তিনদিনের ঠাসা কর্মসূচি

    আজ গোয়ায় পা রাখছেন মমতা ব্যানার্জি, রয়েছে তিনদিনের ঠাসা কর্মসূচি

    আজ গোয়ায় পা রাখছেন মমতা ব্যানার্জি। সেখানে তিনদিনের ঠাসা কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। বাগডোগরা থেকে বিকেলের বিমানে পানাজি পৌঁছবেন মমতা। বিরোধীরা মমতার এই সফরকে রাজনৈতিক পর্যটন বলে খোঁচা দিচ্ছে। কিন্তু যেভাবে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের সখ্য বাড়ছে, যেভাবে গোয়ার বিশিষ্টজনেরা তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, সর্বোপরি তৃণমূলের যে তত্‍পরতা তাতে এটুকু বলা চলে ২০১২ সালের মতো গোয়া এবার তৃণমূলকে খালি হাতে ফেরাবে না। তা সুনিশ্চিত করতেই পা রাখছেন তৃণমূল নেত্রী।
    জানা গেছে আগামী তিনদিন গোয়ার বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা ব্যানার্জি। দেখা করবেন গোয়ার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে। সূত্রের খবর, একটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়া তৃণমূলের তরফে। এই চা চক্র থেকে মধ্যাহ্নভোজ অবধি দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তাই নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে। কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন গোয়ান ফুটবলার অ্যালভিটো। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা রয়েছে। লাকি আলি, নাফিসা আলি, রেমো ডিসুজারা তাঁর উপস্থিতিতে তৃণমূল শিবিরে চলে আসেন কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। এই সফরের মধ্যেই অভিনেতা বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তৃণমূল নেত্রীর গোয়া সফরের আগেই সেখানে চলে গিয়েছেন প্রশান্ত কিশোর। গিয়েছেন তাঁর দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও।

    RELATED ARTICLES

    4 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments