More
    Homeকলকাতাআজ বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শহর কলকাতা সহ রাজ্য়ে

    আজ বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শহর কলকাতা সহ রাজ্য়ে

    শুক্রবার সকাল থেকেই শহর কলকাতায় আকাশের মুখ ভার। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিন বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্য়ে। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ঘূর্ণিঝড় যশের পর কলকাতার তাপমাত্রা আচমকা বেড়ে গেলেও গত কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরেছে ফের কলকাতায়।আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে ঢুকেছে মৌসুমী বায়ু। কেরলের দক্ষিণ অংশে বৃহস্পতিবারই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বাংলায় খুব দ্রুত বর্ষার আগমন ঘটবে। সম্ভবত জুন মাসের মাঝামাঝি সময়ে গোমড়া হতে পারে বাংলার আকাশের মুখ। ভ্যাপসা গরম কাটাতে পারে মৌসুমী বায়ুর দামাল হাওয়া। সাধারণত কেরলে বর্ষা ঢোকে পয়লা জুন। তাই স্বাভাবিকভাবেই দেশে বর্ষার আগমন ঘটেছে বলে দাবি আবহাওয়াবিদদের। উল্লেখ্য, যশের হাত ধরেই রাজ্যে ঢুকছে বর্ষার রেশ। দোর গোড়ায় দাঁড়িয়ে প্রহর গুণছে, ঠিক সেই সময়ই নানা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতিতে পাল্টে গিয়েছে রাজ্যের চেনা আবহাওয়া।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments