More
    Homeপশ্চিমবঙ্গআজ বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী

    আজ বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী

    গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী যে ভাবে ইস্তফা দিয়েছেন তা বৈধ নয়। তাই তিনি তাঁর ইস্তফা গ্রহণ করলেন না। বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছিলেন, ২১ ডিসেম্বর সোমবার দুপুর ২ টোর সময় শুভেন্দুকে তিনি স্পিকারের চেম্বারে আসতে বলেছেন। তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন। শুভেন্দুর ইস্তফায় সন্তুষ্ট হলে তবেই তিনি তা গ্রহণ করবেন। সেই মোতাবেক এদিন দুপুরে স্পিকারের সঙ্গে দেখা করতে আসার কথা শুভেন্দুর। আনুষ্ঠানিক ভাবে ইস্তফার পর শুভেন্দু আজ কিছু বলেন কিনা তাও দেখার। কারণ, মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর একাধিকবার তিনি জনসভায় বক্তৃতা দিয়েছেন ঠিকই। কিন্তু সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি। গত পরশু বুধবার বিধানসভায় গিয়ে রিসিভড সেকশনে তাঁর ইস্তফা পেশ করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পরে স্পিকার বলেন, নিয়ম মোতাবেক সভার স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর ইস্তফা দেওয়ার কথা ছিল। তিনি তা করেননি। তিনি রিসিভড সেকশনে যে চিঠি জমা দিয়েছেন, তাতে তারিখ লেখা নেই। তিনি যে ইমেল পাঠিয়েছেন তাতে অবশ্য তারিখ ছিল। অর্থাত্‍ ধারাবাহিকতা নেই। সুতরাং আমি তাঁর ইস্তফা পত্রে সন্তুষ্ট নই। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা, তাঁর পদত্যাগ পত্র আসল কিনা তা পরখ করে দেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বিমানবাবু বারংবার বলেন, এর অর্থ হল উনি এখনও রাজ্য বিধানসভার সদস্য। এবং তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সদস্য। শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে অবশ্য তখনই বলা হয়, অতীতে যে ভাবে কংগ্রেস ও সিপিএমের বিধায়করা বিধানসভা থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলের মঞ্চে উঠে বা তপসিয়ায় তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দিয়েছেন, তার থেকে ব্যতিক্রম থাকতে চেয়েছিলেন ‘দাদা’। সে কারণে তিনি প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। তার পর বিধানসভায় গিয়ে ইস্তফা পত্র পেশ করেন। তার পর দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। অর্থাত্‍ তাঁর অভিপ্রায় ছিল পরিষ্কার ও স্পষ্ট। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েই রাজনৈতিক দিশা স্থির করছেন তিনি। যে কথা বলা হচ্ছে, তা একেবারেই প্রক্রিয়াগত। সেই প্রক্রিয়াও তিনি নিশ্চয়ই সম্পূর্ণ করবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments