More
    Homeআন্তর্জাতিকআত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের।

    আত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের।

    Today Kolkata:- আত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের। মেডিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন প্রেসিডেন্ট আত্মগোপন করেছেন। তার কয়েকজন বিশ্বস্ত অনুগামীকে নিয়ে গোপন করেছেন তিনি। আমোরিকার প্রেসিডেন্ট আরো দাবি করেন পুতিনের কয়েকজন অনুগামীকে পনবন্দি করেছেন। তবে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কিভ থেকে সেনা কিছুটা সরানো হলেও তাদের অভিসন্ধি ভালো নয়। বরং ডনবাসে সেনা প্রতিদিনই বৃদ্ধি করছে রাশিয়া। এখানে আক্রমণের ঝাঁজর অত্যন্ত ভয়ঙ্কর বলে দাবি আমেরিকার। বিশ্বের সুপার পাওয়ার দেশটি মনে করে রাশিয়া এই যুদ্ধে সফল হবে না। টানা একমাসের উপর যুদ্ধ করলেও জয় অধরা। তাই রাশিয়ার সেনা প্রত্যাহার করা উচিত বলে মনে করে আমেরিকা সহ ন্যাটো। যদিও সেনা সরানোর দাবি প্রতিদিন জানাচ্ছে ইউক্রেন।

    আত্মগোপন করেছেন পুতিন? সরকারি ভাবে রাশিয়া না জানালেও দাবি বাইডেনের।

    MORE NEWS – ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোনে বিস্ফোরণ।

    Today Kolkata:- ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোনে বিস্ফোরণ। ধরলো আগুন। চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মুগবাসান গ্রামে। আব্দুল শাফি নামের ওই যুবক পকেট থেকে ফোনটি বের করে কাউকে ফোন করতে যাওয়ার সময় হঠাৎই তার হাতে থাকা MI Note 4 মোবাইলটি বিস্ফোরণ করে। দাও দাও করে জ্বলতে থাকে আগুন। সাথে সাথেই ভীত-সন্ত্রস্ত অবস্থায় মি Note 4 ফোনটিকে মাটিতে ছুড়ে দেওয়ার পরেও নিভেনি আগুন। স্থানীয়রা দৌড়ে এসে ফোনটিতে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। দুর্ঘটনাগ্রস্ত আব্দুল শফি জানান ফোন করার জন্য পকেট থেকে ফোনটি বের করার সঙ্গে সঙ্গে ফোনটিতে তীব্র আওয়াজ এর সাথে বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথে ফোনটিতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে । CONTINUE READING

    MORE NEWS –  এলাকায় নেই পানীয় জল,উধাও খড়গপুর 33 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরণ।

    Today Kolkata:- জলের অপর নাম জীবন।কিন্তুসেই জল থেকে বঞ্চিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 33 নং ওয়ার্ডের দীনেশনগর এলাকার মানুষ বলে অভিযোগ।এলাকায় কল থাকলেও নেই জল। তারপরই বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments