More
    Homeপশ্চিমবঙ্গ'আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি', গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    ‘আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি’, গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    অক্টোবর মাসে গোয়ায় এসেছিলেন। ফের আরও একবার গোয়ায় এসে পূর্ণশক্তিতে ভোটের ময়দানে নেমে লড়াই করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌আমরা লড়লে পুরোপুরি লড়ি। আমরা অর্ধেক লড়াইতে বিশ্বাস করি না।’‌

    ‘আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি’, গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    Read More-Miss Universe 2021: মিস ইউনিভার্সের মঞ্চে সেরার তাজ জিতল চণ্ডীগড়ের মেয়ে হরনাজ সান্ধু

    আগামী বছর গোয়ায় বিধানসভা ভোট। তার আগে গোয়ায় গিয়ে পুরোদমে ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। এদিন গোয়ার জনগনের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, ‘‌আমরা ভোট ভাগ করতে আসিনি।’‌

    ইতিমধ্যে গোয়ায় তৃণমূলের সঙ্গে আম আদমি পার্টির জোটের সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী এদিন জানান, ‘‌আমরা ভোটে লড়ব। কেউ চাইলে আমাদের সঙ্গে ভোটে লড়তেই পারে।’‌ গোয়ায় তৃণমূল যে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, সেই বার্তা দিয়ে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করছে। গোয়ায় তৃণমূলের জোট সরকার ক্ষমতায় আসবে। বিজেপির বিকল্প তৃণমূল ও তাদের জোট। আমরা এখানে একসঙ্গে লড়ব। নারীশক্তির প্রসারই যে তাঁর লক্ষ্য, সেকথা তুলে ধরে তৃণমূল নেত্রী জানান, গোয়ায় ক্ষমতায় এলে আমরা প্ল্যানিং করে দেব। বাংলায় যেমন প্ল্যানিং করে দিয়েছি, তেমনি গোয়াতেও প্ল্যানিং করে দেব। ৬ মাসের মধ্যে গোয়ায় উন্নয়নের রূপরেখা তৈরি করে দেব।

    এদিন বেনাউলিয়ামে দুটি জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখানে বহিরাগত তত্ব খারিজ করে দিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘‌আমি গোয়ার মানুষের ভাষা বুঝি। আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি। গোয়ায় বাংলার মতোই খেলা হবে।’‌ উল্লেখ্য, এদিন গোয়ায় এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলেমাও চার্চিল। এদিন গোয়ায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক এদিন জানান, তৃণমূলই বিজেপির আসল বিকল্প। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভাজনের রাজনীতি করাই বিভাজনের রাজনীতি।

     

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments