More
    Homeআন্তর্জাতিকইউরোপের শেয়ার বাজারে বিরাট পতন

    ইউরোপের শেয়ার বাজারে বিরাট পতন

    Today Kolkata:- ইউরোপের শেয়ার বাজারে বিরাট পতন ইউরোপের শেয়ার বাজারে বিরাট পতন। প্রায় ২৪ শতাংশ পতন হয়েছে।  ক্রেডিট সুইস গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী সৌদি ন্যাশনাল ব্যাঙ্ক ‘রেগুলারিটি ইস্যু’ দেখিয়ে জানিয়ে দিয়েছে তারা মালিকানার অংশ বাড়াতে পারবে না। অর্থাৎ নতুন তহবিল দিতে রাজি না হওয়া। যার ধাক্কা লেগেছে শেয়ার বাজারে। এমনিতেই বেশি কিছুদিন ধরেই টালমাটাল অবস্থা ইউরোপীয় শেয়ার বাজারের। এদিনের ঘোষণার পর ফের মোক্ষম ধাক্কা খেয়েছে ইউরোপের শেয়ার বাজার।

     

    সৌদি ন্যাশনাল ব্যাঙ্ক গত বছরে ১৪০ কোটি ফ্রাঙ্ক দিয়ে ক্রেডিট সুইস ব্যাঙ্কের ৯.৯ শতাংশ মালিকানা গ্রহণ করে। এই মুহূর্তে তাঁরাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বেশি শেয়ারের মালিক। যদিও গত কয়েকমাসে ৫০০ মিলিয়ন ফ্রাঙ্ক জলে চলে গিয়েছে। যার পর থেকেই বিপদের আশঙ্কা একটা তৈরি হয়েইছিল। যা এদিন সামনে এল। কয়েকদিন আগেই সিলিকন ভ্যালি ব্যাঙ্কের খবরটি সামনে এসেছে। তারপরই এদিনের শেয়ার ধসের খবর ইউরোপীয় বাজারের জন্য নিঃসন্দেহে অশুভ লক্ষণ।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    ক্রেডিট সুইস ব্যাঙ্কের সাম্প্রতিক সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত, মুনাফা কমে যাওয়া ও বেশ কিছু বড় কর্মকর্তার পদত্যাগ ব্যাঙ্কটিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। মঙ্গলবার থেকেই শেয়ারে বড় ধস থাকতে শুরু করে। তারপর এদিন তা প্রায় ২৪ শতাংশ নেমে গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, মুনাফা অর্জনের সম্ভাবনা যেসমস্ত জায়গায় কম, সেখানে বিনিয়োগে বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না বিনিয়োগকারীরা।

     

    তারই মাঝে এদিন ক্রেডিট সুইস ব্যাঙ্কের এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি হেড তথা হেড অব সিকিউরিটি রিসার্চ ইন্ডিয়া নীলকান্ত মিশ্র পদত্যাগ করেন। তিনি প্রায় আড়াই দশক এই ব্যাঙ্কের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন। প্রসঙ্গত গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়। যা নিয়ে আমেরিকা-ইউরোপে অর্থনৈতিক ক্ষেত্রে ঝড় বয়ে গিয়েছে। যদিও আমানতকারীদের অর্থ সুরক্ষিত রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments