More
    Homeখবরইচ্ছে শক্তি ও সাহসের জোরে 55 বছরের মহিলার মাধ্যমিকে হাতে খড়ি

    ইচ্ছে শক্তি ও সাহসের জোরে 55 বছরের মহিলার মাধ্যমিকে হাতে খড়ি

    ইচ্ছে শক্তি ও সাহসের জোরে 55 বছরের মহিলার মাধ্যমিকে হাতে খড়ি !!

    শিক্ষার ইচ্ছা থাকলে বয়স যে বাধা হয়ে দাড়ায় না, তার অন্যতম নজীর সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের কালনা মহাপ্রভু পাড়ার বাসিন্দা এক গৃহবধূ।

    Read more:-মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের সামনে কলসির ভেতর বিসাক্ত সাপ

    ইচ্ছে শক্তি ও সাহসের জোরে 55 বছরের মহিলার মাধ্যমিকে হাতে খড়ি

    সোনালী কুন্ডু নামে ওই গৃহবধূর নবম শ্রেণীতে পড়তে পড়তে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তার। আর তাই আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তিনি।

    যদিও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছিলেন তিনি। অবশেষে ৫৫ বছর বয়সে পা দিয়েই তিনি মাধ্যমিক পরীক্ষা দিলেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে।

    ছেলের বয়স ২৮ বছর। সোনালী কুন্ডুর ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে চাকরি করছেন। যদিও মায়ের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে তিনি মাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহিত করেছেন।

    স্ত্রীকে উৎসাহ দিয়েছেন সোনালী কুন্ডুর স্বামীও। নদীয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের সঙ্গে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেন্টারে গত বছর করোনা পরিস্থিতির সময় থেকে এখনো পর্যন্ত অফলাইন ক্লাস চালু হয়নি।

    পরীক্ষা হয়েছে অনলাইনেই। ওই সেন্টারের ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে সোনালী কুন্ডু একজন যে এবছর অনলাইনেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

    গতকাল অংক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে পরীক্ষা। আজ বুধবার সেন্টারে তিনি খাতা জমা দিতে এসেছিলেন।

    এই বয়সে ভালোভাবেই পরীক্ষা দিতে পেরে তিনি পাস করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments