More
    Homeপশ্চিমবঙ্গইস্তেহার নয়, পুরভোটের আগে আগামী পাঁচ বছরে কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করতে...

    ইস্তেহার নয়, পুরভোটের আগে আগামী পাঁচ বছরে কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করতে চলেছে তৃণমূল

    ইস্তেহার নয়, পুরভোটের (KMC Elections 2021) আগে আগামী পাঁচ বছরে কলকাতার উন্নয়নের রূপরেখা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)৷ শনিবার বেলা দুটোয় মহারাষ্ট্র নিবাস হলে এই রূপরেখা প্রকাশ করা হবে৷ আগামী পাঁচ বছর কলকাতাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা হিসেবেই একে দাবি করছে তৃণমূল৷

     

    তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনের প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে, গত এক দশকে তাদের আমলে কলকাতা পুর এলাকার কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানকে সামনে রেখেই নির্বাচনে লড়াইয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারা৷

    শাসক দলের তরফে দলের প্রার্থী, নেতা- কর্মীদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে৷ ফলে নিছক ইস্তেহার প্রকাশ করে ভোটের লড়াইয়ে নামার প্রয়োজন নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ বরং যে কাজ গত দশ বছরে হয়েছে, তার উপরে ভিত্তি করেই আগামী দিনে কলকাতার উন্নয়নে আরও কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই রূপরেখা প্রকাশ করা হবে বলে দাবি করা হচ্ছে শাসক দলের সূত্রে৷

    ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকার কথা৷ তবে শাসক দল সূত্রে খবর, কলকাতার উন্নয়নে নিয়ে পরিকল্পনায় বড় চমক থাকার সম্ভাবনা প্রবল৷

     

    ইতিমধ্যেই পুরভোটের ইস্তেহার প্রকাশ করে ফেলেছে বামেরা৷ ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি-ও৷ যদিও পুরভোটের জন্য সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক দিয়েছে শাসক দল৷ ইস্তেহার প্রকাশে দেরি হলেও কলকাতার উন্নয়নের পরিকল্পনাতেও বড় কোনও চমক দিতেই পারে তারা৷

     

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments