More
    Homeকলকাতাউচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

    উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

    ভুয়ো আইএএস, আইপিএসের পরে এবার ভুয়ো পুলিশ কর্তার খোঁজও মিলল কলকাতায়। নিজেকে এসআই পরিচয় দিয়ে ৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এক প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মঙ্গলবার সুমন ভৌমিক নামে ওই প্রাক্তন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ভুয়ো সরকারি আধিকারিক বা পুলিশ অফিসার পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার অভিযোগ উঠছে শহরে। এইসব প্রতারকদের খোঁজ পেতে হিমশিম খেতে হচ্ছে গোয়েন্দা অফিসারদের। গতকালই ভুয়ো আইপিএস পরিচয় দেওয়া রাজর্ষি ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। এবার হাতে এল ভুয়ো এসআই পরিচয় দেওয়া সুমন ভৌমিক। গোয়েন্দা অফিসাররা জেরা করে জেনেছেন, আগে বিধাননগর কমিশনারেটের সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন সুমন। সেই চাকরি চলে যাওয়ার পরেই নিজেকে কমিশনারেটের টেন্ডার বিভাগের এসআই সাজিয়ে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেন। এট ঠিকাদারের অভিযোগের পরেই এই ব্যাপারটা নজরে আসে পুলিশের। রাজদেও সিং নামে এক ঠিকাদার অভিযোগ করেছিলেন, টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৪৮ লক্ষ টাকার প্রতারণা করেছেন সুমন। বিধাননগর কমিশনারেটের আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের নাম নিয়ে নিজেকে এসআই বলে পরিচয় দিয়েছিলেন। ধৃতের কাছ থেকে দুটি ল্যাপটপ, মোবাইল, ব্যাঙ্কে টাকাপয়সা লেনদেনের কাগজপত্র পাওয়া গেছে। অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments