More
    Homeরাজনৈতিকউত্তরপ্রদেশে জোটের বার্তা কংগ্রেসের

    উত্তরপ্রদেশে জোটের বার্তা কংগ্রেসের

    উত্তরপ্রদেশে জোটের বার্তা কংগ্রেসের

    উত্তরপ্রদেশ বিধানসভায় এই প্রথমবার ভোটে লড়বেন অখিলেশ যাদব । মুলায়ম সিং যাদবের ঘরের মাঠ মইনপুরির কারহাল কেন্দ্র থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় প্রার্থী হয়েছেন অখিলেশ যাদব। কংগ্রেস প্রথম ওই কেন্দ্র থেকেই রাজ্য মহিলা মোর্চার এক নেত্রীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল যদি ও শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি মনোনয়ন দেননি।

    Read more:-জাতিবিদ্বেষী রাষ্ট্র ইসরায়েল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

    অন্যদিকে এটোয়ার যশবন্ত নগরে কংগ্রেসের কোনও প্রার্থী নেই। ওই কেন্দ্র থেকে লড়ছেন অখিলেশ যাদবের কাকা তথা সমাজবাদী প্রগতিশীল মোর্চার নেতা শিবপাল সিং যাদব। কংগ্রেস এই দুই নেতার বিরুদ্ধে প্রার্থী না দিলেও মায়াবতীর বিএসপি কিন্তু দুই কেন্দ্রেই দলিত প্রার্থী দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এটা সৌজন্য। রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেসের এই পদক্ষেপ আসলে পরোক্ষে সমাজবাদী পার্টিতে দেওয়া জোট বার্তা। ভোটের আগে জোট না হলেও ভোটের পরে যদি জোটের প্রয়োজন হয় তাহলে জোটের রাস্তা খুলে রাখতে চায় কংগ্রেস

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments