More
    Homeপশ্চিমবঙ্গ'উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না, মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই': মমতা

    ‘উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না, মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই’: মমতা

    নির্বাচনের পর থেকেই একের পর এক বিজেপি নেতার মুখে শোনা গিয়েছিল পৃথক উত্তরবঙ্গের ডাক। এই পরিস্থিতিতে বারংবার বিজেপিকে বিভআজনকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছে তৃণমূল। আর নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ঐক্যবদ্ধ বাংলার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান যে তিনি বঙ্গভঙ্গ চানা না।

    রবিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে যেখানেই যান, কখনও ভুলবেন না আপনার অস্তিত্ব আছে বাংলায়। আমি উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না। দেখতে চাই সবাই একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকলেই পরিবারে শান্তি আসে। মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই।’

    এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই এই দুই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘প্রতিদিন পেট্রল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সেই বিষয়ে কোনও কথা না বলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমরা যেমন উৎসবে মেতে উঠব, তেমনই এই ধরনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদেও সরব হব।’

     

    পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বিএসএফকে কাজে লাগিয়ে দখলদারির রাজনীতি করতে চাইছে বিজেপি। মমতা বলেন, ‘বিএসএফকে আমি সম্মান করি। কিন্তু, কিছু রাজনৈতিক মানুষ ইচ্ছে করে সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। সবটাই পলিটিক্যাল ষড়যন্ত্র। আগে সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার পর্যন্ত ঘুরতে পারত বিএসএফ। এখন তা বাড়িয়ে ৫০ কিমি করে দেওয়া হয়েছে। কেন?’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments