More
    Homeরাজনৈতিকউত্তরবঙ্গে ক্ষুদ্র শিল্প সম্ভাবনা জোরদার করতে শিল্পপতি ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে বৈঠক

    উত্তরবঙ্গে ক্ষুদ্র শিল্প সম্ভাবনা জোরদার করতে শিল্পপতি ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে বৈঠক

    উত্তরবঙ্গে ক্ষুদ্র শিল্প সম্ভাবনা জোরদার করতে
    শিল্পপতি ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে
    বৈঠক

    শিলিগুড়ি

    উত্তরবঙ্গে ক্ষুদ্র শিল্প সম্ভাবনা জোরদার করতেশিল্পপতি ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে বৈঠক

    Read more:-কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।!হাল কী ফিরবে নদীয়ার তাঁত শিল্প ও শ্রমিকদের

    উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা প্রচুর। এই সম্ভাবনাকে আরো জোরালো করে তুলতে বিভিন্ন সমস্যার কথা জেনে তা সমাধানের লক্ষ্যে বুধবার দিন শিলিগুড়িতে একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল আলোচনা সভা।
    রিজুক ছিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ নর্থ বেঙ্গল জোন শাখা।
    যার প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম ও শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান প্রাক্তন আইএএস অফিসার রাজীব সিনহা।
    তিনি এদিন প্রায় দুই ঘণ্টার আলোচনা সভায় উত্তরবঙ্গের আটটি জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এর বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন তাদের সমস্যার কথা শোনেন এবং কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ দেন।
    বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে

    তিনি জোর দেন তা হলো সরকার যে আইন করেছে সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত আইন যা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদান করতে হবে সে বিষয়ে স্থানীয় জনসাধারণ এবং শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের এই আইন রূপায়নের ক্ষেত্রে আরো সচেতন হতে এই পরামর্শ দেন।
    এদিন তিনি আরো বলেন উত্তরবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্ভাবনা প্রচুর বিশেষ করে হর্টিকালচার। এর পাশাপাশি ফল-মূল ভেষজ থেকে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে।

    নিগমের চেয়ারম্যান জানান,
    সরকারের পলিসি হচ্ছে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট সংবেদনশীল এবং উৎসাহী। তিনি শিল্পপতিদের এগিয়ে আসার জন্য আবেদন রাখেন।
    এক্ষেত্রে সবরকম সহযোগিতা থাকবে সরকারের পক্ষ থেকে বলে এদিন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা জানিয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments