More
    Homeরাজ্যউত্‍সবে জমায়েত করা যাবে না, রাজ্যকে চিঠি দিয়ে নির্দেশ কেন্দ্রের

    উত্‍সবে জমায়েত করা যাবে না, রাজ্যকে চিঠি দিয়ে নির্দেশ কেন্দ্রের

     গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭৬ জন। মারা গিয়েছেন ২৫১ জন। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বিপাকে প্রশাসন। উদ্বেগে চিকিত্‍সকরা। সংক্রমণ রুখতে তাই নড়েচড়ে বসল কেন্দ্র। জারি করল নতুন কিছু নির্দেশিকা। রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখে জানিয়ে দিল, উত্‍সবে জমায়েত করা যাবে না।
    দেশে চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। চলছে অবাধ জনসভা, মিছিল। সে কারণেই বেড়েছে সংক্রমণ, মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা। তার মধ্যেই আসছে উত্‍সবের মরসুম। দোল, গুডফ্রাইডে, সবেবরাত, বিহু, নববর্ষ— তালিকা ক্রমেই দীর্ঘ। এসব নিয়ে আর ঝুঁকি নিতে চায় না কেন্দ্র। তাই রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানিয়েছে, উত্‍সবের দিনে রাস্তায় নেমে জমায়েত চলবে না। দিল্লির কেজরিওয়াল সরকার আগেই দোল উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments