More
    Homeকলকাতাএক ফোনেই বাড়িতে হাজির হবে অক্সিজেন, শহরে চালু হল 'অক্সিজেন অন হুইলস'

    এক ফোনেই বাড়িতে হাজির হবে অক্সিজেন, শহরে চালু হল ‘অক্সিজেন অন হুইলস’

    হোম আইসোলেশনে থাকাকালীন করোনা রোগীর শ্বাসকষ্ট শুরু। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পেতে সমস্যা তারপর অ্যাম্বুলেন্স পেলেও হাসপাতালে বেড বা অক্সিজেন মিলবে কিনা তা নিয়েও সন্দেহ থেকেই যায়। রাজ্য জুড়ে এই ছবিই প্রকটতর হয়ে উঠছে প্রতিদিন। বেড ও অক্সিজেন না পেয়ে প্রত্যেকদিন রাজ্যে বেড়ে চলা মৃত্যুর সংখ্যা, সেই প্রমাণ দিচ্ছে। এবার তাই বাড়িতে মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিতে অভিনব উদ্যোগ শহরে। এক ফোনেই বাড়িতে হাজির হবে অক্সিজেন, থাকবে কনসেন্ট্রেটরও। রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালেও পৌঁছে দেওয়া হবে তাঁকে। করোনা মোকাবিলায় ও অক্সিজেন সংকট কাটাতে নিখরচায় এমনই পরিষেবা চালু হল কলকাতায়। হাসপাতালগুলিতে বেডের অভাবে বহু রোগীকে বাড়িতেই রেখেই চিকিত্‍সা চলছে। তাঁদের মধ্যে অনেকেরই বাড়িতে থাকাকালীনই শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সঠিক সময়ে অক্সিজেন না পেলে রোগীর দেহে জটিলতা বাড়ছে যার মর্মান্তিক পরিণতি হচ্ছে। সেই সমস্ত রোগীদের জন্যই চালু হচ্ছে এই বিশেষ পরিষেবা। ফোন পেলেই শ্বাসকষ্টে ভোগা আক্রান্তের বাড়িতে দ্রুত পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। সপ্তাহের সাতদিনই ২৪ ঘন্টার এই পরিষেবা দেওয়া হচ্ছে একেবারে নিখরচায়। অক্সিজেনের সংকটে শহরের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ‘কোভিড কেয়ার নেটওয়ার্ক’। ইতিমধ্যেই রাজ্যসরকারের তরফে তাঁদের দুটি অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তাও করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অক্সিজেন অন হুইলস’।

    অক্সিজেন অন হুইলস প্রকল্প আপাতত দুটি অ্যাম্বুলেন্স ও ১৫ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর দিয়ে কাজ শুরু করছে। লক্ষ্য রয়েছে আরও বেশ কয়েকটি কন্সেন্ট্রেটর এই প্রকল্পে যুক্ত করার। জানা গিয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা বাড়িয়ে ৫০ টি করা হবে। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগের ফলে অক্সিজেনের অভাবে ভুগতে থাকা রোগীদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। আজ, শুক্রবার থেকেই শহরে এই পরিষেবা চালু হচ্ছে। ০৩৩ ৪০১৯ ৮১৮১- এই নম্বরে ফোন করে বাড়ির ঠিকানা দিলেই পৌঁছে যাবে পরিষেবা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments