More
    Homeআন্তর্জাতিকএক যুগ পর ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী, বিলাওয়ারের ভারতযাত্রা...

    এক যুগ পর ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী, বিলাওয়ারের ভারতযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে! 

     

     

    চার ও ৫ মে গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই সহযোগিতা সংস্থা আর তাতে যোগ দেবে, পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রায় ১২ বছর পর ভারতের মাটিতে পা রাখতে চলেছেন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল। ভারতের সফরে আসার শেষ পাক-বিদেশ মন্ত্রী ছিলেন হিনা রব্বানী খার। তিনি এই দেশে এসেছিলেন ২০১১ সালের জুলাই মাসে।

     

    ২০১৪ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান গ্রহণে আসার পর তার কোন বিশিষ্ট পাকিস্তানি নেতা আসেনি। ভারত আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিআল এবং বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং এসসি ও এর বিচারপতিদের বৈঠকে যোগ দেওয়ার জন্য।

     

    ২০১৯ সালে পুলওয়ামা অ্যাটাকের পর সেই বছরের আগস্ট মাসে পরিস্থিতি আরো খারাপ হয়েছিল যখন জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং এটিকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। ভারত এখন আর সদস্যের সংগঠন এসইও এর প্রধান সভাপতি। এস সি ও এ দেশ গোলের মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, তাজাকিস্তান কাজাকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, চিন, কিরগিস প্রজাতন্ত্র।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments