More
    Homeজাতীয়এবারে দেশজুড়ে বাতিল বাতিল হতে চলেছে ৫, ১০ ও ১০০টাকার নোট

    এবারে দেশজুড়ে বাতিল বাতিল হতে চলেছে ৫, ১০ ও ১০০টাকার নোট

    আগামী এপ্রিম-মে মাসের মধ্যে বাজার থেকে ৫, ১০ এবং ১০০ টাকার পুরনো নোট তুলে নেওয়ার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জানান অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ।
    ১০ টাকার কয়েন কিছুদিন আগেই চালু হয়েছে। তাও বহু খুচরো ব্যবসায়ী ওই কয়েন নিতে চান না। ওই মুদ্রা আসল নাকি নকল, তা নিয়ে এখনও বাজারে ধোঁয়াশা রয়েছে। জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির একটি বৈঠকে গিয়ে বি. মহেশ বলেন, ১০ টাকার কয়েন বাজারে ঘোরাই বন্ধ হয়ে গিয়েছে। যার জন্য ব্যাঙ্ক এবং আরবিআই-কে অনেক সমস্যায় পড়তে হয়।
    প্রসঙ্গত, ২০১৯ সালে ১০০ টাকার নতুন নোট বাজারে নিয়ে এসেছিল আরবিআই। সেই সময়ে শীর্ষ ব্যাঙ্কের তরফে এও জানানো হয়েছিল, ‘‌নতুন নোট নিয়ে আসা হলেও পুরনো নোটও চালু থাকবে বাজারে।’‌ তার আগে নোটবন্দির সময়ে ২০০ এবং ২০০০ টাকার নতুন নোট বাজারে এনেছিল আরবিআই। বাতিল করা হয়েছিল ১০০০ টাকার নোট।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments