More
    Homeরাজ্যএবার উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়

    এবার উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়

    ছিলেন নয়াদিল্লিতে। এলেন কলকাতায়। এবার উত্তরবঙ্গ সফরে। এই পরিস্থিতিতে বিজেপির একপক্ষ বলছেন বাংলা ভাগ করতে চাই না। আর এক পক্ষ বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আবার কেএলও প্রধান জীবন সিংহ সম্প্রতি ভিডিও বার্তায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন। এখন রাজ্যপালের সফরের পর বোঝা যাবে তিনি কোন পক্ষে এবং কেন্দ্রীয় সরকার কোন পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এদিকে রবিবার রাজ্যপালের ট্যুইট থেকে জানা গেল, সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন রাজ্যপাল। সেখানে একসপ্তাহ তিনি উত্তরবঙ্গে থাকবেন। ২১ জুন দুপুরে বাগডোগরায় পৌঁছবেন তিনি। সেখান থেকে কালিম্পং হয়ে দার্জিলিংয়ে যাবেন রাজ্যপাল। বাগডোগরায় নেমে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। কিন্তু কেন হঠাৎ এই সফর তা তিনি জানাননি। ওখানে গিয়ে যদি পৃথক গোর্খাল্যান্ড বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কোনও মন্তব্য করেন তাহলে বোঝা যাবে কেন্দ্রীয় সরকারের অবস্থান বলে মনে করা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments