More
    Homeজাতীয়এবার করোনা আক্রান্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত স্বঘোষিত 'গডম্যান' আসারাম বাপু

    এবার করোনা আক্রান্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত স্বঘোষিত ‘গডম্যান’ আসারাম বাপু

    মারণ ভাইরাসের করাল গ্রাসে এবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত স্বঘোষিত ‘গডম্যান’ আসারাম বাপু। জানা যাচ্ছে, দিন দুয়েক আগেই তিনি করোনার শিকার হয়েছেন। তবে অকস্মাত্‍ তাঁর শ্বাস কষ্ট শুরু হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন যোধপুরের এমজি হাসপাতালের আইসিইউ-তে চিকত্‍সাধীন। দিতে হচ্ছে ভেন্টিলেটর সাপোর্টও। এখন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

    গতকাল, বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে এনেছে যোধপুর জেল কতৃপক্ষ। জানা গিয়েছে, একই জেলে অন্যান্য কয়েদীরা করোনা আক্রান্ত হওয়ার, পরীক্ষা করা হয় বছর ৮০-র আসারাম বাপুরও। রিপোর্ট আসে ইতিবাচক। তারপরই বুধবার রাত থেকে আসারামের শারীরিক জটিলতা দেখা যেতে শুরু করে। প্রবল জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

    ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসারাম বাপু এর আগে শারীরিক অসুস্থতার জন্য একাধিকবার আদালতের শরণাপন্ন হয়েছেন। কিন্তু তাতে কিছু লাভ মেলেনি। ইতিমধ্যেই আসারাম বাপুর ভক্তরা এমজি হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেছে। তাদের দাবি তাঁকে অবিলম্বে এইমসে ভর্তি করানো হোক। তবে হাসপাতালের তরফে তার কোনও প্রয়োজন নেই বলেই জানানো হয়।

    প্রসঙ্গত, ২০১৬ সালে এই ‘গডম্যান’-র বিরুদ্ধে ১৬ বছরের কিশোরীর ধর্ষণের অভিযোগ উঠেছিল। যোধপুর মানাই আশ্রমে আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে ২০১৬ সালে আসারামকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments