More
    Homeকলকাতাএবার খাস কলকাতা শহরে মিড-ডে মিল প্রকল্পে বিরাট দুর্নীতির অভিযোগ, তদন্তে শিক্ষা...

    এবার খাস কলকাতা শহরে মিড-ডে মিল প্রকল্পে বিরাট দুর্নীতির অভিযোগ, তদন্তে শিক্ষা দফতর

    গ্রাম, মফস্বলে মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ বাংলায় নতুন নয়। বাম জমানা থেকেই এ ধরনের অভিযোগ উঠত প্রায়ই। কিন্তু সম্প্রতি খাস কলকাতা শহরে মিড ডে মিল প্রকল্পে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘটনায় আন্দোলিত শিক্ষা দফতরও। যদিও কর্তৃপক্ষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তবে জানা যাচ্ছে, স্কুল শিক্ষা কমিশনারের কাছে অভিযোগ জমা পড়ার পর কসবার শিক্ষা ভবনের তিনটি অফিসকে সমস্ত ফাইল খতিয়ে দেখতে বলা হয়েছে। এক ডেটা এন্ট্রি অপারেটরের নেতৃত্বে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন দেবাশিস দত্ত নামের এক ব্যক্তি। যদিও অনেকের মতে, অভিযোগকারী ছদ্ম পরিচয়ে সমস্ত তথ্য দিয়ে অভিযোগ করেছেন। কারণ যে তথ্য তিনি দিয়েছেন তাঁর অভিযোগের সপক্ষে, তা ভিতরের লোক ছাড়া হাতে পাওয়া মুশকিল। ঘটনাটা কী হয়েছে? বস্তুত, কলকাতার বহু স্কুলেই মিড ডে মিলের রান্না হয় না। বিভিন্ন এনজিও ও স্বনির্ভর গোষ্ঠীকে বরাত দেওয়া থাকে, তারা রান্না করা খাবার পৌঁছে দেয়। অভিযোগ, এই সংস্থাগুলিকে অগ্রিম টাকা দেওয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তা ছাড়া পড়ুয়া সংখ্যার তুলনায় চাল কেনার হিসেবেও ব্যালান্স শিটে বড়সড় গরমিল রয়েছে বলে দাবি অভিযোগকারীর। জনৈক দেবাশিস দত্ত এও বলেছেন, তাঁর অভিযোগ সত্যি কি না তা বুঝতে বেশি সময় লাগার কথা নয়। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের বিশেষ অডিট করানো হলেই দুধ-জল আলাদা হয়ে যাবে। অগ্রিম টাকা দেওয়ার রেজিস্ট্রার, ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখারও দাবি তুলেছেন দেবাশিস দত্ত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments