More
    Homeজাতীয়এবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ...

    এবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

    বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক মৃত্যু। এবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘শার্দুল সুন্দরী’র স্রষ্টা শীর্ষ বন্দ্যোপাধ্যায়। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার জগতের চেনা মুখ তিনি। কাজ করেছেন একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে। জার্মানিতে দয়চেভেলে বেতারের বাংলা বিভাগেও কাজ করেছেন। তাঁর লেখা উপন্যাস ও ছেটগল্পও জনপ্রিয় ছিল পাঠকদের মধ্যে। তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪।

    সোমবার মধ্য রাতে গড়িয়াহাটের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০। জানা গিয়েছে, বাথরুমে সংজ্ঞা হারান তিনি। সকালে তাঁর মেয়ে গিয়ে তাঁকে ওই অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসকরা শীর্ষবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।

    সোমবার রাত ১০টা নাগাদ নিজের ফেসবুকে এক দুর্যোগঘন কালো আকাশের ছবি শেয়ার করে শীর্ষবাবু লিখেছিলেন ‘ওরে ঝড় নেমে আয়’। এটাই তাঁর শেষ ফেসবুক পোস্ট। তাঁর মতো খ্যাতনামা মানুষের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।  শীর্ষবাবুর সেই ফেসবুক পোস্ট শেয়ার করে অনেকেই লেখেন, তাঁর মৃত্যু যেন ঝড়ের মতোই আকস্মিক ভাবে নেমে এল বাংলার সাংস্কৃতিক জগতে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments