More
    Homeকলকাতাএবার টোকেন ছাড়াই শুধুমাত্র QR কোড স্ক্যান করেই চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো

    এবার টোকেন ছাড়াই শুধুমাত্র QR কোড স্ক্যান করেই চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো

    মেট্রোতে চড়ার জন্য টোকেন নিতে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না, এবার টোকেন ছাড়াই শুধুমাত্র কিইউআর কোড স্ক্যান করেই যাত্রীরা সওয়ার করতে পারবেন কলকাতার মেট্রোয়। প্রথমার্ধে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এই পরিষেবা শুরু হচ্ছে শুক্রবার থেকেই।

    এবার টোকেন ছাড়াই শুধুমাত্র QR কোড স্ক্যান করেই চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো

    এদিন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জন্মদিন উপলক্ষ্যে এই পরিষেবা আনতে চলেছে কলকাতা মেট্রো। টোকেন কাটার ঝামেলা থেকে অব্যহতি মিলবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। কিন্তু কিভাবে আপনি এই পরিষেবা থেকে টিকিট কাটবেন?

    • প্রথমেই ডাউনলোড করতে হবে ‘মেট্রো রাইড কোল’ অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।
    • যাঁরা নতুন ইউজার তাঁদের প্ৰথমে এই অ্যাপে সাইন আপ করতে হবে (তবে এটি একবারের জন্যই)।
    • এরপর এই অ্যাপে উপযুক্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
    • তবে আপনার মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
    • এরপর বুকিং-এ যান
    • এরপর ‘বুক কিইউআর টিকিট’ অপশনে যান
    • তারপর টিকিট টাইপ সিলেক্ট করে, কোথা থেকে কোথা অবধি যেতে চান তা সিলেক্ট করুন ও বুক করে ফেলুন আপনার টিকিট।
    • নেট ব্যাঙ্কিং, ডেভিড ও ক্রেডিট কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি।
    • পেমেন্ট হয়ে গেলেই আপনার কাছে একটি কিইউআর কোড জেনারেট হবে। তার মাধ্যমেই আপনি চড়তে পারবেন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

    এখন এই পরিষেবা শুরু হচ্ছে শুধুমাত্র ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাতেই। তবে আগামী দিনেই খুব তাড়াতাড়িই এই পরিষেবা চালু হবে কলকাতার আদি মেট্রো পরিষেবায়। সেই কাজই চলছে বলে খবর, মেট্রোরেল সূত্রে।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments