More
    Homeজাতীয়এবার ভারতেও থাবা বসাল করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি, কর্নাটকে হদিশ মিলল ২ আক্রান্তের

    এবার ভারতেও থাবা বসাল করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি, কর্নাটকে হদিশ মিলল ২ আক্রান্তের

    এবার ভারতেও থাবা বসাল করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর্নাটকে দু’জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাঁরা ওমিক্রন প্রজাতির কবলে পড়েছেন।

    এবার ভারতেও থাবা বসাল করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি, কর্নাটকে হদিশ মিলল ২ আক্রান্তের

    Read More-Delhi Air Pollution: বায়ুদূষণ মামলায় সুপ্রিম কোর্টের নিশানায় দিল্লি সরকার

    বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, ‘ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কনসর্টিয়ামে জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে কর্নাটকে দু’জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। ৩৭ টি ল্যাবের যে কনসর্টিয়াম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আমরা আতঙ্ক তৈরি করতে চাই না। করোনাভাইরাস সুরক্ষা বিধি মেনে চলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    Read More-এক মাস বন্ধ থাকবে SSKM-এর নার্সদের আন্দোলন, নির্দেশ কলকাতা হাই কোর্টের

    তবে ওমিক্রনে আক্রান্ত দু’জন কোন দেশ থেকে এসেছেন, সে বিষয়ে কেন্দ্রের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল জানান, ব্যক্তিগত গোপনীয়তার কারণে সেই তথ্য জানানো হচ্ছে না। তবে যাঁরা ওই দু’জনের সংস্পর্শে এসেছেন, তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে। সেইসঙ্গে বিমানবন্দরে এতদিন যে করোনা সংক্রান্ত নিয়ম পালন করা হয়েছে, এখনও করা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments