More
    Homeজাতীয়এবার মানসিক ভারসাম্যহীনদের ভ্যাকসিন দিতে হবে, কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

    এবার মানসিক ভারসাম্যহীনদের ভ্যাকসিন দিতে হবে, কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

    এবার কেন্দ্রকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনাভাইরাসের টিকা নিয়ে দেওয়া হল নির্দেশ। সেখানে বলা হয়েছে, যাঁরা মানসিক সংক্রান্ত সমস্যা নিয়ে অ্যাসাইলামে চিকিৎসাধীন তাঁদের অবিলম্বে করোনাভাইরাস ভ্যাকসিন দিতে হবে। কারণ তাঁরা কোনও হাসপাতালে যেতে পারেন না। এমনকী তাঁদের কাছে কোনও চিকিৎসা পরিষেবা সরবরাহ করা হয় না। তাই এই মানুষদের ভ্যাকসিন দেওয়া হোক।

    বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন, একটা পরিকল্পনা করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরণের মানুষজনকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ এই অ্যাসাইলামগুলিতে মৃত্যুর হার বাড়ছে। দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে—সামাজিক বিচার মন্ত্রক, কেন্দ্রীয় সরকার এবং তাঁদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে। একটা উপযুক্ত পরিকল্পনা করে ভ্যাকসিন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এই মানসিক সমস্যা নিয়ে যাঁরা অ্যাসাইলামে ভর্তি আছেন তাঁদের হয়ে হলফনামা জমা দেন আইনজীবী গৌরব কুমার বনশল। তাঁর আবেদনের উপর ভিত্তি করে হয় শুনানি। সেখানেই এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। ফলে পরিকল্পনা করে কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার পর তা আদালতকে হলফনামা দিয়ে জামাতে হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments