More
    Homeরাজনৈতিকএবার রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করতে মেদিনীপুর-সহ অন্যত্র পড়ল কেজরির পোস্টার

    এবার রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করতে মেদিনীপুর-সহ অন্যত্র পড়ল কেজরির পোস্টার

    এবার রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করতে তোড়জোড় শুরু করল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। মেদিনীপুর শহরে দেখা মিলল আপের পোস্টার। আপের এক নেতা জানিয়েছেন, সদস্য সংগ্রহের মধ্য দিয়ে গোটা রাজ্যে প্রচার চলছে।

    এবার রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করতে মেদিনীপুর-সহ অন্যত্র পড়ল কেজরির পোস্টার

    Read More-রাজ্যে সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করার দাবি নিয়ে ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

    মেদিনীপুরের খড়্গপুর আইআইটিতে একটা সময়ে পড়াশোনা করতে এসেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই মেদিনীপুরেই নিজের দলের প্রচার জোরকদমে শুরু করে দিলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার অধ্যক্ষ সৌরভ ঘোষ জানান, ‘‌আমাদের বাংলা নির্মাণ অভিযান চলছে। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার থেকে পোস্টার দেওয়া হচ্ছে। মেদিনীপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চলছে।’‌ একইসঙ্গে তিনি জানান, জেলায় ৫০০ জন সদস্য রয়েছেন। পোস্টার দেখে অনেকেই সদস্য হওয়ার জন্য যোগাযোগ করছেন।

    Read More-শিল্পী মহলে ফের শোকের ছায়া, প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ

    শুধু মেদিনীপুর শহরেই নয়, বিভিন্ন জেলায় এই সদস্য সংগ্রহ অভিযানের কাজ শুরু হয়েছে। সদস্য সংগ্রহের কথা প্রচার করার জন্য ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে আম আদমি পার্টি। আপের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তুলিকা অধিকারী জানান, ইতিমধ্যে কৈখালি, হলদিরাম, এয়ারপোর্ট, রাজারহাট-গোপালপুর, অশোকনগরে ইতিমধ্যে পোস্টার লাগানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য এলাকায় পোস্টার লাগানো হবে। তাঁর দাবি, মিসড কলের মাধ্যমে যোগদানের ক্ষেত্রে অনেক মানুষই আগ্রহ দেখিয়েছেন। ভালো সাড়া মিলছে।

    Read More-ফের মাদক মামলায় রকুলপ্রীত সিং, রানা দুগ্গুবতী সহ দক্ষিণী ছবির একাধিক তারকাকে তলব ইডি-র

    এমনিতে জাতীয় স্তরে বিজেপি বিরোধী শক্তি হিসাবে তৃণমূল ও আপ দুই দলই পরস্পরের কাছাকাছি এসেছে। ইতিমধ্যে তৃণমূল জাতীয় স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে শুরু করেছে। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, অসমে সংগঠন গড়ে তুলছে। তবে রাজ্যে আপের কর্মসূচি নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যদি কোনও রাজনৈতিক দল মিসড কল দিয়ে সদস্য সংখ্যা বাড়াতে চায়, তাহলে তৃণমূলের কিছু বলার নেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments