More
    Homeতথ্য প্রযুক্তিএবার সোশ্যাল মিডিয়ার উপর একাধিক নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

    এবার সোশ্যাল মিডিয়ার উপর একাধিক নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

    এবার সোশ্যাল মিডিয়ায় উপর হাতকড়া পড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার । যার ফলে এবার সোশ্যাল মিডিয়ার উপরে কড়া নজরদারি চালাবে কেন্দ্র । এমনটাই জানিয়েছেন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ । মূলত সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ও আপত্তিজনক পোস্টের উপর নজরদারি চালানো হবে । এবার থেকে বিনামূল্যে আর যা খুশি আপলোড করতে পারবেন না । প্রসঙ্গত, কোনো মুভি রিলিজ হলে সংশ্লিষ্ট সংস্থা থেকে অনুমোদন নিতে হয় । ঠিক তেমনই এবার সোশ্যাল মিডিয়াতে যা খুশি করতে পারবেন না । কোনো কিছু পোস্ট করার আগে অনুমতি নিয়ে তবেই পোস্ট করতে পারবেন । আর তার জন্যই কেন্দ্রীয় সরকার এবার সোশ্যাল মিডিয়ার উপর নজর দিতে চলেছে । খুব শিগগিরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসতে চলেছে এই বিষয়ের উপর নির্দেশিকা । এমন নির্দেশিকা অবশ্য চীনে রয়েছে । তার জন্যই Google-র মতো সংস্থা সেখানে ব্যাবসা করতে পারেনা । পাশাপাশি, বিভিন্ন OTT প্লাটফর্ম যেমন Zee5, Amazon Prime, Netflix সহ অন্যান্য OTT প্লাটফর্মের উপর একাধিক নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার । এখন OTT প্লাটফর্মে কোনো কিছু পোস্ট করলেই তার জন্য নিতে হবে অনুমতি । এছাড়াও Facebook বা WhatsApp-র মতো সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত বা ভুয়ো পোস্ট করলেও করা হতে পারে জরিমানা । ভুয়ো খবর বন্ধ করার জন্য জারি করা হতে পারে একাধিক গাইডলাইন ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments