More
    Homeকলকাতাএবার স্কলারশিপ নিয়ে জালিয়াতির অভিযোগ, তালিকায় লা মার্টিনিয়ারসহ শহরের বেশকিছু নামী স্কুলের...

    এবার স্কলারশিপ নিয়ে জালিয়াতির অভিযোগ, তালিকায় লা মার্টিনিয়ারসহ শহরের বেশকিছু নামী স্কুলের নাম

    স্কলারশিপ নিয়ে উঠল জালিয়াতির অভিযোগ। বেরিয়ে এল ভুয়ো ছাত্রীদের নামে সরকারি স্কলারশিপ হাতিয়ে নেওয়ার মতো বিস্ফোরক তথ্য। ঘটনাগুলি ঘটেছে শহরের বেশকিছু নামী স্কুলে। তালিকায় রয়েছে লা মার্টিনিয়ারসহ একাধিক স্কুলের নাম। কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি তারা এই বিষয়ে কিছুই জানেন না এবং স্কলারশিপের তথ্যও যাচাই করা হয়নি। লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের ছাত্রী সালেহা। যে কিনা স্কলারশিপ থেকে পেয়েছে ১৪,৬০০ টাকা। তবে অবাক কাণ্ড! এই নামে কোনও ছাত্রীই নেই গোটা বিদ্যালয়ে। সমস্ত নথি-পত্র ঘাঁটার পরও কোনও হদিশ মেলেনি সালেহা নামে ওই ছাত্রী। এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অথচ দেখা যাচ্ছে অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকেছে। লা মার্টিনিয়ারের সেক্রেটারি সুপ্রিয় ধর জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে অবাক। সমস্ত নথিপত্র ঘাঁটা হয়েছে, কিন্তু আমাদের স্কুলে ওই নামে কোনও ছাত্রী নেই। তাই এটা কীভাবে হল বোঝা যাচ্ছে না। তবে স্কুলের নাম ও রেজিট্রেশন নম্বর যে কেউ ব্যবহার করতে পারে। কারণ, সেটা গোপন নয়।’

    পাশাপাশি, ব্রিজ ইন্টারন্যাশনাল এবং তাঁতিয়া হাইস্কুলেও ঘটেছে এই ধরনের ঘটনা। ব্রিজের খালেদা খাতুন নামে এক ছাত্রী ১০ হাজার ৮০০ টাকা স্কলারশিপ পেয়েছে। অথচ এই নামে স্কুলে কোনও ছাত্রীই পড়ে না। যা সকলকে হতবাক করেছে। তাই প্রশ্ন উঠছে স্কলারশিপ দেওয়ার কর্তৃপক্ষ কি নথি যাচাই না করেই টাকা দিয়ে দিচ্ছে?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments