More
    Homeজাতীয়এবার WhatsApp-র মাধ্যমে রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা, কবে থেকে চালু হবে?

    এবার WhatsApp-র মাধ্যমে রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা, কবে থেকে চালু হবে?

    শীঘ্রই হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন জিয়ো গ্রাহকরা। আগামী বছরেই সেই পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানালেন জিয়ো প্ল্যাটফর্ম লিমিটেডের অধিকর্তা আকাশ আম্বানি।

    বুধবার মেটা (ফেসবুকের নয়া নাম) ‘ফুয়েল ফর ইন্ডিয়া ২০২১’-তে আকাশ জানান, বিভিন্ন ক্ষেত্রে হাত মেলানোর কাজ করছে জিয়ো এবং মেটা। তিনি বলেন, ‘এরকম একটি দিক হল হোয়্যাটসঅ্যাপে জিয়ো। যা পুরো প্রিপেড রিচার্জ ব্যবস্থাকে সরল করে তুলবে। শীঘ্রই তা চালু করা হবে। তার ফলে গ্রাহকরা এমন সুবিধা পাবেন। যা আগে কখনও পাওয়া যায়নি।’

    এবার WhatsApp-র মাধ্যমে রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা, কবে থেকে চালু হবে?

    Read More-বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, প্রেমিককে লক্ষ করে গুলি চালাল স্বয়ং প্রেমিকা!‌

    জিয়ো প্ল্যাটফর্মের অপর অধিকর্তা ইশা আম্বানি জানান, ২০২২ সালেই সেই নয়া পরিষেবা চালু হবে। তার ফলে আরও সহজ হবে রিচার্জের প্রক্রিয়া। তাঁর আশা, হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে রিচার্জ করার সুবিধা চালু হওয়ার ফলে রিচার্জের ক্ষেত্রে লাখ-লাখ জিয়ো গ্রাহকের সুবিধা হবে। বিশেষত অত্যন্ত লাভবান হবেন প্রবীণ নাগরিকরা।

    এমনিতে গত ১ ডিসেম্বর থেকে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে জিয়ো। তার জেরে ২০ শতাংশ পর্যন্ত বেশি টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। তারইমধ্যে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে রিচার্জ করার সুবিধা দেওয়া পরিকল্পনা করছে জিয়ো। যে সংস্থার মুনাফা বাড়ছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩,৭২৮ কোটি টাকা মুনাফা লাভ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম এবং ডিজিটাল সংস্থা। যা গত বছরের থেকে জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকের থেকে ২৩ শতাংশ বেশি। প্রতি মাসে গড়ে গ্রাহকপিছু ১৪৩.৬ টাকা আয় করেছে জিয়ো। যা গত ত্রৈমাসিকের থেকে ৩.৭ শতাংশ বেড়েছে। বিষয়টি রিলায়েন্সের চেয়ারম্যান আম্বানি বলেন, ‘ভারত ব্রন্ডব্যান্ড বাজারকে পালটে দিচ্ছে জিও। যা সেই মহলের জন্য নয়া মাইলফলক তৈরি করছে।’

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments