More
    Homeপশ্চিমবঙ্গকরোনার আবহে এবারও ২১ জুলাই ভার্চুয়াল, দুপুর ২ টোয় মমতার ভাষণে শহীদদের...

    করোনার আবহে এবারও ২১ জুলাই ভার্চুয়াল, দুপুর ২ টোয় মমতার ভাষণে শহীদদের শ্রদ্ধা, টুইটে আমন্ত্রণ দলনেত্রীর

    জেলায় জেলায় প্রস্তুতি প্রায় তুঙ্গে। তৃণমূল ভবন থেকে শুরু করে ধর্মতলার শহিদ বেদিতে ‘সাজো সাজো’ রব। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সহ শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। কোভিড আবহে আজ দুপুর ২টোয় কালীঘাট থেকে ভার্চ্যুয়ালি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে আজ ভার্চ্যুয়ালি শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই দিনটিতে ২১শে জুলাইয়ের ভার্চ্যুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে ট্যুইটের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘১৯৯৩ সালে এই দিনে যে ১৩ জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। আজ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চ্যুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ। অমানবিক অত্যাচার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তৃণমূল জোর গলায় আওয়াজ তুলবে।’ অর্থাত্‍ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চ্যুয়াল সভায় সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানোর পাশাপাশি অত্যাচারীদের বিরুদ্ধে জোর গলায় আওয়াজ তোলার ডাক দেন তৃণমূল নেত্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments