More
    Homeকলকাতাকরোনার টিকার দুটি ডোজের শংসাপত্র থাকলেই পশ্চিমবঙ্গে বিমানে প্রবেশ করা যাবে, নয়া...

    করোনার টিকার দুটি ডোজের শংসাপত্র থাকলেই পশ্চিমবঙ্গে বিমানে প্রবেশ করা যাবে, নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

    কোনও যাত্রীর করোনার টিকার দুটি ডোজ থাকলেই পশ্চিমবঙ্গে বিমানে করে প্রবেশ করা যাবে। তাঁদের ক্ষেত্রে আর আরটিপিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই। শুধুমাত্র করোনার টিকার দুটি ডোজের শংসাপত্র থাকলেই পশ্চিমবঙ্গে প্রবেশ করা যাবে বলে সিদ্ধান্ত রাজ্য সরকারের।

    এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে সমস্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিমান যাত্রীদের দু’টি ডোজের টিকাকরণ শংসাপত্র দেখানো আবশ্যিক। আর টিকা না নেওয়া থাকলে বিমানে ওঠার ৭২ ঘণ্টার আগের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এতদিন নিয়ম ছিল, কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে দু’টি টিকা ও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তাতে কিছুটা বদল আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments