More
    Homeজাতীয়করোনার দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলায় দিশেহারা মহারাষ্ট্র

    করোনার দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলায় দিশেহারা মহারাষ্ট্র

    করোনার দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলায় কার্যত দিশেহারা দশা মহারাষ্ট্রের। পরপর দু’দিন রাজ্যে ২৫ হাজারের বেশি সংক্রমণ। শুক্রবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ২৫ হাজার ৬৮১ জনের আক্রান্ত হওয়ার খবর মেলে। একদিনে সেরাজ্যে করোনার বলি আরও ৭০। চলতি বছরে মহারাষ্ট্রে এটাই দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

    গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মহারাষ্ট্রে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। হু-হু করে রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। জেলাগুলিতে কোথাও সম্পূর্ণ লকডাউন কোথাওবা আংশিক লকডাউন করে সংক্রমণে লাগাম টানার চেষ্টা করছে উদ্ধব ঠাকরের প্রশাসন। তবে এতকিছুতেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া এড়ানো যাচ্ছে না।

    পরপর দু’দিন মহারাষ্ট্রে ২৫ হাজারের বেশি দৈনিক সংক্রমণ সেই ইঙ্গিতই দিচ্ছে। শুক্রবার সন্ধেয় যে পরিসংখ্যান হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, নতুন করে রাজ্যে ২৫ হাজার ৬৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৭০ জনের। রাজ্যে করোনায় মৃত্যুর হার ২.২০ শতাংশ। করোনা মোকাবিলায় দ্রুত টেস্টের ব্যাপারে শুরু থেকেই বলে এসেছেন বিশেষজ্ঞরা।মহারাষ্ট্র জুড়ে সংক্রমণ পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক চেহারা নিতে শুরু করেছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে ৮ লক্ষ ৬৭ হাজার ৩৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরই পাশাপাশি ৭ হাজার ৮৪৮ জন ইন্সটিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments