More
    Homeজাতীয়করোনায় দেশে দৈনিক মৃত্যু ফের হাজার পার, বাড়ল সংক্রমণও

    করোনায় দেশে দৈনিক মৃত্যু ফের হাজার পার, বাড়ল সংক্রমণও

    দেশের বিভিন্ন রাজ্যে কোথাউ লকডাউন প্রত্যাহার করা হয়েছে, আবার কোথাউ তা শিথিল হয়েছে। আর তারপরই ফের দেশজুড়ে বাড়ল করোনা সংক্রমণের দৈনিক হার। পর পর তিন দিন একদিনে কোভিডে মৃত্যুর সংখ্যা হাজারের নীচে থাকলেও গত ২৪ ঘন্টায় তা বৃদ্ধি পেয়েছে। দৈনিক করোনায় মৃত্যুর হার ফের হাজার পেরিয়ে গিয়েছে। দেশজুড়ে তৃতীয় ঢেউ আসন্ন। তাই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের।

    গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই সংখ্যা ছিল প্রায় ৪৬ হাজার। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুসারে একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮ জন। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যুর হার ফের হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘন্টায় কোভিডে প্রাণ গিয়েছে ১,০০৫ জনের। তবে করোনার সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন।

    দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments