More
    Homeকলকাতাকরোনা আবহে অবশেষে বড়দিনের সাজে সেজে উঠছে পার্ক স্ট্রিট ধর্মতলা চত্বর

    করোনা আবহে অবশেষে বড়দিনের সাজে সেজে উঠছে পার্ক স্ট্রিট ধর্মতলা চত্বর

    নতুন বছর দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। কারণ মাঝে আর মাত্র একটা দিন তারপরেই বড়দিন। বড়দিন উপলক্ষে প্রতি বছরই সেজে ওঠে পার্ক স্টিট ধর্মতলা চত্বর। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। করোনা আবহে অবশেষে বড়দিনের সাজে উঠেছে পার্ক স্টিট ধর্মতলা চত্বর।

    দমকা হাওয়ার মতো উড়ে এসে শহরজুড়ে জাগিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। তবে, বড়দিনকে কেন্দ্র করে উত্‍সাহের অন্ত নেই শহরবাসীর। অজশ্র আলো আর খ্রিস্টমাস ট্রিতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। প্রতি বছর প্রায় একমাস আগে থেকেই সাজো সাজো রব থাকে পার্ক স্ট্রিটের। যদিও চলতি বছর করোনা কাঁটায় সেসবে পরেছে ভাঁটা। গত কয়েক বছরের মতো এবারও ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন করছে রাজ্য সরকারের পর্যটন দফতর। এই বছরও পার্ক স্ট্রিটে পালন হচ্ছে বড়দিন। যদিও করোনা আবহে একাধিক বিধিনিষেধ মানা হচ্ছে। কিছুদিন আগেই অ্যালেন পার্কে বড়দিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে বড়দিনের উত্‍সব । এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের সর্বাধিক ১৫০ জনকে অনুমতি দেওয়া হবে, যা প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি প্রতিবছরের ন্যায় এই বছরও বড়দিনে পার্ক স্ট্রিট নিরাপত্তার চাদোয়ায় মুড়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তায় থাকছে প্রায় ১২০০ কলকাতা পুলিশের কর্মী। পাশাপাশি ১০টি ওয়াচ টাওয়ার। এককথায় বড়দিনকে স্বাগত জানাতে তৈরি পার্ক স্ট্রিট।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments