More
    Homeজাতীয়করোনা আবহে এবারও বন্ধ থাকছে মাহেশের রথযাত্রা

    করোনা আবহে এবারও বন্ধ থাকছে মাহেশের রথযাত্রা

    করোনার থাবায় বন্ধ থাকছে মাহেশের রথযাত্রা। গতবছরও করোনা অতিমারী থাকায় রথযাত্রা বন্ধ ছিল মাহেশে। ৬২৫ বছরের ইতিহাসে ফের একবার রথে চেপে মাসির বাড়িতে যাওয়া হল হল না জগন্নাথদেবের। মাহেশের মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, অস্থায়ী ভাবে জগন্নাথ মন্দিরের পাশেই তৈরি করা হবে মাসির বাড়ি। আর সেখানেই নিয়ম আচার মেনে চলবে পুজো পাঠ। নারায়ণ শিলাটিকে পাঠানো হবে মাসির বাড়ি। ৬২৫ বছরে পদার্পণ করল এই মাহেশের রথ। হুগলির শ্রীরামপুরে এই মাহেশের রথ দেখতে অন্যান্য বছর ঢল নামে ভক্তদের। যে লোহার রথটি করে জগন্নাথদেবকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়, সেটির বয়স ১৩৬ বছর। ৫০ ফুট উঁচু এই রথ। রছে রয়েছে ১২টি লোহার চাকা, ২টি তামার ঘোড়া। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। মাহেশে প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে মন্দির সংলগ্ন মাঠে বিশাল মেলা বসত। কিন্তু মারণ ভাইরাস করোনার প্রকোপে গতবছর থেকেই বন্ধ হয়ে গিয়েছে সেই মেলাও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments