More
    Homeকলকাতাকরোনা নিয়মবিধি মেনেই গল্পগুজব, সময় কাটানোর জন্য খুলতে চলেছে বাঙালির 'কফি হাউসের...

    করোনা নিয়মবিধি মেনেই গল্পগুজব, সময় কাটানোর জন্য খুলতে চলেছে বাঙালির ‘কফি হাউসের আড্ডা’

    করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে কার্যকরী রয়েছে লকডাউন। তবে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে রেস্তোরাঁগুলি। এরইমধ্যে আশার আলো দেখছে বাঙালির ‘কফি হাউজের আড্ডা’। করোনা নিয়মবিধি মেনেই গল্পগুজব, সময় কাটানোর জন্য খুলতে চলেছে কফি হাউজের দরজা। তবে সারাদিন নয়, মাত্র তিন ঘন্টা বসা যাবে কফি হাউসে। আড্ডা দিতে বন্ধুবান্ধবদের নিয়ে প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা।

    গত বছর করোনার দাপটে প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিক বদলে যায়। শারীরিক দূরত্ববিধি মানতে গিয়ে কমেছে টেবিলের সংখ্যা, সেই সঙ্গে কাটছাঁট মেনুতেও। তবু কিংবদন্তি গায়ক মান্না দে-র গানে যেভাবে ফুটে উঠেছিল কফি হাউস আজও তা বজায় রয়েছে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সময়বিধি নিয়ে আগামী বুধবার থেকে খুলতে চলেছে কফি হাউস। ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো-অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি তপন পাহাড়ি জানিয়েছেন, “সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র তিন ঘন্টার জন্য। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments